পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে ও হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী যুবলীগ ।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে শত শত বিক্ষুব্ধ নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা জুলফিকার আলী শাহীন, কছিমদ্দিন, মোফাজ্জল হোসেন, নয়ন ফকির, শাহ্ মোস্তাফিজুর রহমান রাজিব, আনিসুর রহমান জুয়েল,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ হাসানুজ্জামান রাফি প্রমুখ।
সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।,'