নেত্রকোনা: নেত্রকোনা জেলা বন্যা কবলিত হওয়ায় এ বছর ইদুল আজহার কোরবানির পরিমাণ অনেকটাই কমে গেছে। মূল্য কম হওয়ায় কোরবানির পশুর চামড়া বিক্রেতারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।,
অপরদিকে, রাজধানীর ট্যানারি মালিকরা যথাযথ মূল্য না দেওয়ায় লোকসান গুণতে হচ্ছে স্থানীয় চামড়া মৌসুমী ব্যবসায়ীদের। নেত্রকোনার স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, ঢাকা-নারায়ণগঞ্জের মালিকরা কাঁচা চামড়ার যথাযথ মূল্য না দেওয়ায় তাদের লোকসান গুণতে হচ্ছে। ,
মৌসুমী ব্যবসায়ীরা ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ট্যানারির মালিকের কাছে পাওনা রয়েছেন। স্থানীয় চামড়ার মৌসুমী ব্যবসায়ী সফিকুল ইসলামের অভিযোগ, গত বছর ঢাকা-নারায়ণগঞ্জের মালিকরা তাদের পাওনা টাকা এখন পর্যন্ত দেননি। জেলার স্থানীয় চামড়ার ব্যবসায়ীদের সমিতি বা কোন সংগঠন না থাকায় তাদের এভাবে ঠকানো হচ্ছে। ,
মৌসুমী ব্যবসায়ীদের আরও অভিযোগ, চামড়ার ব্যবসা করে তাদের মুনাফা হচ্ছে না, ফলে তাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। সরকার যদি চামড়ার দাম বাড়িয়ে দেন তাহলে তাদের ব্যবসায় হারানো ঐতিহ্য ফিরে আসবে এবং তারা ব্যবসা করে লাভবান হবে এমনটাই প্রত্যাশা তাদের।,
The post appeared first on Sarabangla http://dlvr.it/STlN0k