এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার ভোরে কলমাকান্দার বটতলায় (গুনাপাড়া) অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ সহ ২জন মাদক চোরাকারবারীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (পূর্ব)-এর অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান পূর্বকন্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার ভোর ৫টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বটতলায় (গুনাপাড়া) বিশেষ অভিযান চালিয়ে সন্দেহ্ ভাজন দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।,
পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা (গুনাপাড়া) গ্রামের শাহ্ আলমের পুত্র মোহাম্মদ আলী (৩৫) ও মৃত ফজলুল হকের পুত্র মোঃ আশিকুল ইসলাম (২০)।,
তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তরক্ষী ও আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানী নিষিদ্ধ মদ এনে এদেশে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ব্যাপারে ডিবি পুলিশের এস আই মোঃ মাজহারুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার বিকালে আসামীদেরকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ,’