জানাযায়, প্রতিদিনের সংবাদ পত্রিকার নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল মুনসুরের ভাই মোঃ আল মামুনের লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি চুরি হয়। (যার রেজি : MYMENSINGH, HA 15-5372, ইঞ্জিন নং- JZYWKB09924, চেচিস নং: PSUB44BY5KTF29110।
গত বুধবার (৩ মে) সকাল পৌনে ১০টার দিকে আল মামুনের মামা উপজেলা সদরের স্থানীয় নয়াপাড়া মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিম মাও. সাইফুল ইসলাম পূর্বধলা থানার পূর্বপাশে কাজী হাছিদুল ইসলামের বাসার গেটের সামনে মোটরসাইকেলটি রেখে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নয়াপাড়া দারুল উলুম মাদরাসায় যায়। কিছুক্ষণ পরে এসে দেখে মোটরসাইকেলটি কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যেই আশপোশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। চোর চক্রকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেলেও অপরিচিত হওয়ায় তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে চোর চক্রকে ধরতে ও মোটরসাইকেল উদ্ধার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।