পূর্বকন্ঠ ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় ১৫বোতল বিদেশী মদসহ মানিক মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
গত বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওই যুবককে উপজেলার রংছতি ইউনিয়নের হরিণাকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক মিয়া হরিণাকুড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. আল-আমিন পূর্বকন্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২বোতল আইস তদকা ও ৩বোতল এসি ব্ল্যাক বিলাতী মদসহ তাকে আটক করা হয়।