শ্রীলংকার প্রধান বিরোধী দলগুলো একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয়েছে। গতকাল রোববার (১০ জুলাই) দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের ঘোষণার পরে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। ,
দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় গত শনিবার প্রেসিডেন্টের বাসভবন দখলে করে বিক্ষোভকারীরা। ফলে প্রেসিডেন্ট গোটাবায়া ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। খবর এনডিটিভি। রাজাপাকসের পদত্যাগের পর বর্তমান চরম অর্থনৈতিক সংকট মোকবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে বিরোধী দলগুলো আলোচনা করেছে বলে জানা গেছে।,
ক্ষমতাসীন শ্রীলংকা পোদুজানা পেরামুনা পার্টির (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা উইমাল ওয়েরাওয়ানসা বলেন, ‘আমরা একটি অন্তর্বর্তী সময়ের জন্য সকল দলের অংশগ্রহণে ঐক্যের সরকার গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছি। এটি এমন একটি সরকার হবে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে।’ এসএলপিপি’র বিদ্রোহী অংশের আরেক নেতা বাসুদেব নানায়াক্কারা বলেন, ‘এক্ষেত্রে রাজাপাকসের পদত্যাগের জন্য তাদের আগামী ১৩ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে না।,
দেশটির প্রধান বিরোধী দল সমগি জন বালাওয়েগয়া পার্টি (এসজেবি) জানিয়েছে, তারা দলের ভিতরে এ বিষয়ে ব্যাপক আলোচনা করেছে। দলটির সাধারণ সম্পাদক রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, ‘সীমিত সময়ের জন্য সব দলের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাই আমাদের লক্ষ্য এবং তারপরে জাতীয় সংসদ নির্বাচন করব।,
এর আগে, দেশটির বিরোধী দলগুলোর দাবির মুখে আগামী বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে গত শনিবার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনাকে জানিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে’ও নিজের পদত্যাগ করার কথা জানিয়েছেন। ,
The post appeared first on Sarabangla http://dlvr.it/SThDpM